• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফাগুনের দিনে মৌসুমের প্রথম বৃষ্টির ছোঁয়া

  • ''
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২৪

দুপুর থেকেই রাজধানী ঢাকার আকাশটা মেঘে ভার ছিল। শেষ বিকেলে এক পশলা বৃষ্টিতে বসন্তে প্রথম বৃষ্টির ছোঁয়া লাগে রাজধানীবাসীদের গায়ে। আর ফাগুন মাসে মৌসুমের প্রথম বৃষ্টির দেখে মানুষের সঙ্গেও প্রকৃতিতে জাগে বসস্ত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে আগেই আভাস দিয়ে রেখেছিল আবহাওয়া অফিস। সকাল পেরিয়ে রাজধানীতে সেই স্বস্তির বৃষ্টির দেখা মেলে বিকেল সাড়ে ৪টার দিকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পান্থপথ, পল্টন, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বেশ কিছু এলাকায় বিকেলে বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানা যায়।

আগামী ৩ দিন অর্থাৎ শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। এছাড়া বরিশালে ১৫, চাঁদপুরে ৭, ভোলা ও কুড়িগ্রামের রাজারহাটে ৩, রংপুর, যশোর, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে ২, ফেনী, শ্রীমঙ্গল, নীলফামারীর ডিমলা ও মাদারীপুরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে

/মামুন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads